মোঃ সোহেল রানা স্টাফ রিপোর্টার । ঢাকা জেলা সাভার উপজেলা হাইওয়ে রাস্তায় শুক্রবার দিন জুম্মার নামাজের পর সকল মুসলিম একতা বদ্ধ হয়ে সকলের নবী ধর্মের যোদ্ধা মুসলমানদের প্রিয় বিশ্বনবীকে নিয়ে কটুক্তি করেছে তাদের প্রতি প্রতিবাদ জানিয়ে মিছিল ও সমাবেশ আয়োজিত হয় । সাভার উপজেলা ও পৌরসভার সকল মুসলিম জনতার উদ্যোগে তীব্র নিন্দা ও প্রতিবাদ সমাবেশে উপস্থাপন করে । সাভার উপজেলা জামে মসজিদ কমপ্লেক্স এর সকল মুসলিম জনগন জুম্মার নামাজ শেষে সকল মুসলিম ও ইসলামি আনদোলনের নেতৃবৃন্দি একএ হন । সাভার উপজেলা জামে মসজিদ কমপ্লেক্স থেকে প্রতিবাদ সমাবেশ আরাম্ভ করে । সাভার বাসস্টান্ড হয়ে রেডিও কলোনির মোরে ঘুরে সাভার উপজেলা গেন্ডা বাসস্টান্ড পার হয়ে মর্ডান প্লাজার সামনে এসে সমাবেশ মিছিল করেন । বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ইসলামি আনদোলনের নেতৃবৃন্দ। সাভার উপজেলা ও পৌরসভার সকল মাদ্রাসার সংগঠনের সভাপতি ও সংগঠন কর্মী । এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সাভারের অধিকাংশ মুসলমান ও এলাকার ধর্মপ্রান মুসলিম জনগন। বক্রারা বলেন ভারতের ক্ষমতাসীন দলের বিজেপি মুখপাত্র নুপুর শর্মা ও নবীন কুমার জিন্দাল কর্তৃক প্রকাশ হয় মুসলিম ধর্মের বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) ও মা আয়েশা (রাঃ) এর নামে অবমাননাকর মন্তব্য করে । তাদের বিরুদ্ধে ভারতীয় আইনে বিচারের জোর দাবি জানিয়েছেন মুসলিম জনগন ।