শুক্রবার, ০৯ জুন ২০২৩, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo তীব্র তাপদাহে লোডশেডিং বিপর্যস্ত প্রাণীকুল Logo বিশ্ব মানের গ্লোবাল ওয়ার্ক- স্ট্যাডি উদ্যোগে আলোচনা সভা। Logo রাজনীতিতে নতুন দিগন্তের সৃষ্টি প্রত্যাশায় নড়াইল ২ আসনে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত- লায়ন নুর ইসলাম। Logo ছোট ভাইয়ের আবাদি জমিতে সেচ দিতে বড় ভাইয়ের বাঁধা Logo রায়পুরা মির্জাপুরে সরকারি ন্যায্য মূল্যের টিসিবি পণ্য বিতরণ Logo ঢাকা প্রেসক্লাবের নবনির্বাচিত মহিলা বিষয়ক সম্পাদকদের ঈদ পূর্ণমিলনী সভা সম্পুর্ন Logo নওগাঁর রাণীনগরে ভিক্ষুকদের মাঝে চার্জার ভ্যানগাড়ি ও ছাগল বিতরণঃ Logo ঈশ্বরগঞ্জে কিশোর গ্যাংয়ের ৫ সদস্য দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার। Logo শার্শা উলাশী ইউনিয়নে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিশাল জনসভা Logo শেরপুরের ঝিনাইগাতীতে জমি সংক্রান্ত সংঘর্ষে আহত-৩
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ।  যোগাযোগঃ 01977306839

যশোর শার্শায় ভোক্তা অধিকার ৫ দোকানদারকে পাঁচ হাজার পাঁচশত টাকা জরিমানা

মোস্তাফিজুর রহমান, বেনাপোল প্রতিনিধিঃ / ১৭৯ Time View
Update : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩, ১:২৮ অপরাহ্ণ

 যশোরের শার্শায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের অভিযানে ৫ দোকানদারকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে। চলছে “পবিত্র রমজান” মাস, নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদীর মূল্য নিয়স্ত্রণে রাখতে সরকারের মন্ত্রী পরিষদ বিভাগ থেকে বাজার নজরদারীর উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। সেই ধারাবাহিকতায় ৩০ মার্চ (বৃহস্পতিবার) সকালে, শার্শা উপজেলা নির্বাহী অফিসার (ম্যাজিস্ট্রেট) নারায়ণ চন্দ্র পাল এর ভ্রাম্যমাণ অভিযানের আদালত পরিচালনায়, দাম বেশি রাখা, মূল্য তালিকা না টাঙানো, তারিখ উত্তীর্ণ মাল দোকানে রাখা সহ অপরিষ্কার ভাবে দোকানের মাল এলোমেলো রাখার দায়ে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৮, ৫১, ৫২ ও ৫৩ ধারায় অভিযানে, উপজেলা সদর বাজারের ৫ দোকান্দার- ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। উক্ত সদর বাজারের মুদি দোকান্দার ইব্রাহিম স্টোর এর রেজোওয়ানকে ৫১ ও ৫২ ধারায় – ২ হাজার টাকা, মুদি দোকান্দার শেখ লিটন স্টোরকে ৩৮ ধারায় -১ হাজার টাকা, মাংস ব্যবসায়ী খোকন কসাইকে ৩৮ ধারায় – ৫ শত টাকা, মুরগি ব্যবসায়ী রফিকুল ইসলামকে ৩৮ ধারায়- ১ হাজার টাকা, মুরগি ব্যবসায়ী ইসমাইল হোসেনকে ৩৮ ধারায় – ১ হাজার টাকা। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সর্বমোট ৫ জনকে ৫ হাজার ৫ শত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের মামলায়। এদিন বাজার মনিটরিংয়ের সময় ম্যাজিস্ট্রেটের সহযোগী হিসেবে অংশ নেন- স্থানীয় এলাকাবাসী ও সাংবাদিকরা। এছাড়াও এসময় আইন শৃঙ্খলা রক্ষায় নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সার্বক্ষনিক সহায়তা প্রদান করে শার্শা থানা পুলিশের সদস্যরা। সূত্র বলছে, সাধারণ মানুষের কথা ভেবে সরকার নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ, মজুত ও মূল্য স্বাভাবিক রাখতে সব ধরনের পদক্ষেপ নিয়েছে। ভোক্তার অধিকার সুরক্ষায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কাজ করছে। ব্যবসায়ী সংগঠন, ব্যবসায়ী এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে সততার সঙ্গে ব্যবসা পরিচালনার জন্য সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে। বাজার নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে সরকার বিশেষ করে রমজান মাসে এটি জোরদার করার ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযোগ রয়েছে, দ্রব্যমূল্য বৃদ্ধিতে বাজারে কতিপয় অসাধু ব্যবসায়ীরা জড়িত। অনৈতিক মুনাফার আশায় তারা বাজারকে অস্থির এবং সরকারকে বিব্রত করছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে নিয়মিত বাজার অভিযান পরিচালনা করা হচ্ছে। দেশের অন্যান্য জেলা-উপজেলার ন্যায়, সেই ধারাবাহিকতায় বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে। উপরোক্ত তারিখ বৃহস্পতিবার সকালে, যশোরের শার্শা উপজেলা সদর বাজারে, এক ম্যাজিস্ট্রেটী ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন, শার্শা উপজেলার নির্বাহী অফিসার (ম্যাজিস্ট্রেট) নারায়ন চন্দ্র পাল। এসময় তিনি শার্শা বাজারের প্রায় বেশ কয়েকটি মূদি ও কাঁচা মালের দোকান পরিদর্শণ করেন। ছোট-বড় সকল ব্যবসায়ী এবং ভোক্তাদের সাথে দ্রব্য মুল্য নিয়ে কথাবার্তা বলেন। বাজার মনিটরিংয়ের অভিযান পরিচালনা কালে বলেন, সরকারের কিছু দিকনির্দেশনা ও আইনি পদক্ষেপ সম্পর্কে অবহিত করে বলেন, বাজারে কোনও ধরনের সিন্ডিকেট, নৈরাজ্য ও একচেটিয়া অধিকার মেনে নেবে না সরকার। নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে কেউ কোনও পণ্য বিক্রি করলে এখন থেকে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। শুধু জরিমানা আদায় নয়, এজন্য সরাসরি মামলা দায়ের করার নির্দেশনা দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST