। নিজস্ব প্রতিনিধি : বরগুনার বেতাগী সদর ইউনিয়নের ঝোপখালী গ্রামের বাসিন্দা রাখাল দাসের মেয়ে, নিপা দাস (১৬) কে একই গ্রামের বাসিন্দা জয়দেব (৩০) পিতাঃ রনজিৎ দাস (বুদ্ধি ) (৬০) সাং- ঝোপখালী, বিয়ার প্রলবণ দেখিয়ে দিনের পর দিন ধর্ষণ করে আসছিল। নিপা দাস বলেন আমার পাশের বাড়ীর ছেলে জয়দেব, পিতাঃ রনজিৎ দাস (বুদ্ধি) এর সাথে আমার গত ১বছর যাবৎ প্রেমের সম্পর্ক হয়। আমরা উভয় উভয়কে ভালোবাসি এবং এক পর্যায়ে মন্দিরে গিয়ে বিয়ে করব বলে শপধ করি ও জয়দেব আমার কপালে সিদুর পড়িয়ে দেয় এবং আমার বাসায় জয়দেব দীর্ঘদিন যাবৎ আসা যাওয়া করে। আমরা স্বামী-স্ত্রী হিসেবে বসবাস করে আসতেছি। আমি যখন সামাজিক ভাবে বিবাহ করার জন্য বলি জয়দেব নানা অজুহাতে আমাকে ঘুরাতে থাকে। এক পর্যায়ে আমাকে বলে তোমার বাবার কাছ থেকে ১০,০০০০০/- (দশ লক্ষ) টাকা দিয়ে ১টি গাড়ী ক্রয় করে দিতে। এবং আমাকে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে। কিন্তু আমার বাবা একজন দিনমজুর আমাদের পক্ষে ১টি গাড়ী ক্রয় করে দেওয়ার মত সামার্থ্য নেই। আমি জয়দেবকে জানালে সে আমার ফোন আর রিসিভ করে না। এবং উপরোক্ত ঘটনা সমাজে জানিয়ে দিবো বললে জয়দেব আমার সাথে সম্পর্ক ছিন্ন করে দেয় এবং জয়দেব ও তার লোকজন আমার বাবা-মা ও ভাইকে জীবন নাশের হুমকি প্রদান করেন। আমি যেন কোন মামলা না করি তার জন্য চাপ সৃষ্টি করে আসতেছে। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ বসির গাজী বলেন অভিযোগ পেয়েছি দুই পক্ষকে নোটিশ করা হয়েছে। ঘটনার সত্যতা প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে।