বানারীপাড়া প্রতিনিধি// বরিশালের বানারীপাড়ায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক নারী আহত হবার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে জানা যায় ইলুহার ইউনিয়নের মলুহার গ্রামের আব্দুর রহমানের মেয়ে শিল্পী তার মামা সফিজ উদ্দিন গাজীর ছেলে লিটন এবং খোকনের কাছে বেশ কিছু টাকা পায়। সেই টাকা চাওয়া নিয়ে বেশ কিছুদিন যাবত তার মামাতো ভাইদের সাথে তার বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জের একটি কাঁঠাল গাছ কেটে ফেলায় শিল্পী বাদী হয়ে বানারীপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। থানায় অভিযোগ দেয়ায় থানা পুলিশ তদন্তে গেলে দুই পক্ষের মধ্যে বিরোধ চরম আকার ধারণ করে। এ বিষয়ে আহত শিল্পী জানায় থানায় অভিযোগের পরিপেক্ষিতে লিটন ও খোকন তার উপর খুব ক্ষিপ্ত হয় এবং থানা পুলিশকে নিয়ে তাকে অনেক আজেবাজে গালাগাল করে। শিল্পীর বড় বোন রঞ্জুও এই ঘটনায় শিল্পীর বিরুদ্ধে অবস্থান নিয়ে তার মামাতো ভাইদের সাথে একত্রিত হয়ে শিল্পীর ক্ষতি সাধনের চেষ্টা করে। তারই ধারাবাহিকতায় গত ৩০ ডিসেম্বর সোমবার খুব সকালে শিল্পি বেগম তার বাড়ির সামনে বের হলে তারই বড় বোন রঞ্জুর সাথে শিল্পীর বাক বিতান্ডা হয়। এক পর্যায়ে শিল্পীর বড় বোন রঞ্জু শিল্পীর মাথার চুলের মুঠি ধরে আছড়ে মাটিতে ফেলে লাথি ঘুসি কিল শুরু করলে তারই মামা মফিজ উদ্দিন গাজীর ছেলে দেনাদার লিটন এবং খোকন দৌড়ে এসে রঞ্জুর পক্ষ নিয়ে শিল্পির উপর হামলা চালায়। অভিযোগে শিল্পী আরো জানায় তার গলায় থাকা স্বর্ণের চেইন লিটন ও খোকন ছিনিয়ে নেয় এবং তার শরীরের বিভিন্ন জায়গায় মারধর করে তার শ্রীলতাহানি ঘটায়। মারধরের ঘটনায় শিল্পী গুরুতর আহত হলে তাকে চিকিৎসার জন্য বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়