বিশেষ প্রতিনিধি: জাতীয় সাংবাদিক সংস্থার প্রধান কার্যালয় উদ্বোধন করা হয়েছে।মতিঝিলস্থ ৯৩ আজিজ ভবনের অষ্টম তলায় ১লা ডিসেম্বর ২৪ইং রবিবার জাতীয় সাংবাদিক সংস্থার প্রধান কার্যালয়ের শুভ উদ্বোধন হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মো: ওবায়দুর রহমান শাহীন, তিনি জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা মরহুম মুহম্মদ আলতাফ হোসেন কতৃক পেশকৃত ২১ দফা দাবি গুলো নিয়ে আলোচনা করেন তিনি বলেন মরহুম মুহম্মদ আলতাফ হোসেনের রেখে যাওয়া অসমাপ্ত কাজগুলো আপনার করবেন এবং আমি সর্বদা আপনাদের সাথে থেকে সকল সহযোগিতা করবো ইনশাআল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেনিথ লাইফ ইন্সুইরেন্স লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা ড: এস, এম নুরুজ্জামান, অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মমিনুর রশিদ শাইন, এবং সঞ্চালনা করেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির মহাসচিব মো: কামরুল ইসলাম, আরো উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো: খায়রুল ইসলাম, যুগ্ম মহাসচিব মো: আব্দুল মজিদ, যুগ্ম মহাসচিব মো: শিকদার টিটো, সহকারি মহাসচিব মো: আতিকুর রহমান আজাদ, সহকারী মহাসচিব হাসান সরদার জুয়েল, আইন সচিব মুহাম্মদ ওয়াহিদুন নবী বিপ্লব, সাংগঠনিক সচিব মো: রাসেল সরকার, অর্থ সচিব মো: আবেদ আলী, তথ্য প্রযুক্তি সচিব মো: বাপ্পি আহমেদ শ্রাবণ, ঢাকা মহানগরের সাধারন সম্পাদক মো: আহম্মেদ আলী, ঢাকা জেলার সভাপতি মো: মহসিন উদ্দিন, সহ বিভিন্ন জায়গা থেকে আগত সাংবাদিক বৃন্দরা।