নাসিম উদ্দীন স্টাফ রিপোটারঃ আজ ১৯/০৪/২২ তারিখ ভেড়ামারা উপজেলায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন ২০১৯ এর উপর মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় লাইসেন্স ও পরিবেশের ছাড়পত্র ছাড়া ভাটা পরিচালনা করা এবং জ্বালানি কাঠ ব্যবহার করায় অর্থদন্ড করা ভেড়ামারাই ভেড়ামারা উপজেলাই দশমাইলের অর্থদন্ড করা হয় এম.এইচ.টি ও এম.কে.বি নামক ২টি ইট ভাটা কে ২,০০,০০০/- টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এছাড়া ধরমপুরে একটি চানাচুর ও মুড়ি তৈরির কারখানায় অভিযান পরিচালনা করা হয়। এ কারখানার সকল কাগজপত্র সঠিক থাকায় ও পরিবেশ সন্তোষজনক বিবেচিত হওয়ার তাদেরকে ধন্যবাদ জানানো হয়।